সাভারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
সাভার প্রতিনিধি : সাভারে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে অসহায়, দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।৩০ ডিসেম্বর রাতে গেন্ডা কবরস্থান মাঠেসহ বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহেরাব সিফাত এর পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণের সময় মেহরাব সিফাত বলেন, "এনসিপি মধ্যপন্থী দল ছিলো, আছে ও থাকবে। ভোটের মাঠে নির্বাচনকালীন জোট তাদের আদর্শে কোনো প্রভাব ফেলবেনা। সংসদে গিয়ে এনসিপি গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্খা নিয়েই লড়াই করবে"এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সদস্য আলেক মোহাম্মদ নান্নু, ঢাকা জেলা ও সাভার উপজেলা জাতীয় যুবশক্তি নেতা মো. বিপ্লব শেখ।