সাভার সিটি করপোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা
সাভার প্রতিনিধি : সাভার সিটি করপোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকার সাভারে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ নভেম্বর বুধবার বিকালে সাভার পৌরসভা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌরসভার প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। এসময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।সভায় অংশ নিয়ে অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা এসময় স্থানীয় সরকার বিভাগের কাছে সাভারের স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরার পাশাপাশি, সাভার পৌরসভা ও আশুলিয়া ইউনিয়নকে একত্রিত করে সাভার সিটি করপোরেশন প্রতিষ্ঠার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একইসাথে গোটা সাভার উপজেলাকে সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসার প্রস্তাব দেন।সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামায়াতের ঢাকা জেলার সেক্রেটারি আফজাল হোসাইন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব হোসাইন সিফাত, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈমসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।