• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:১৯:৫৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:১৯:৫৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি: এইচএসসি এর পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই, বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট সদর হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন নার্সরা।২৭ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস কোর্স) সমমান করার দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও আমরা স্নাতক সমমানের স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছি। এ বৈষম্য অবিলম্বে দূর করতে হবে। তাদের এ ন্যায্য দাবি না মানা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান