• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ১২:০৫:৩৬ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন ২৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও)  আসনের উপ-নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৫তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ, বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল।গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর এভার কেয়ার হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছলেম উদ্দিন আহমদ। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।  



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV