• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১১:৫৮:০৬ (02-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১১:৫৮:০৬ (02-Oct-2023)
  • - ৩৩° সে:

নলছিটিতে গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে আন্তঃজেলার গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা থেকে চোরাই গরু ও চোরাই কাজের একটি পিকআপ গাড়ীসহ তাদের গ্রেফতার করা হয়।১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান। গ্রেফতাররা হলেন, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের শের আলী হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার (৩৮) ও বরিশাল কালিজিরা এলাকার কাদের জোমাদ্দারের ছেলে মো. আশিকুর রহমান (২৮)।পুলিশ জানায়, শুক্রবার উপজেলার রায়াপুর এলাকার শামিম হাওলাদারের গোয়াল ঘর থেকে তার একটি গাভী ও বাছুড় চুরি হয়। পরে খোঁজাখুজি করে গাভীটি পেলেও বাছুরটি না পেয়ে থানায় অভিযোগ করেন শামিম। এ ঘটনায় শুক্রবার রাতে পটুয়াখালীর দুমকি থেকে চোরাই গরু ও একটি পিকাপসহ ২ চোরকে গ্রেফতার করে পুলিশ। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV