সন্ত্রাস করে মানুষকে দাবায়ে রাখতে পারবে না: রেলপথমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি: রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সন্ত্রাস করে বাংলাদেশের মানুষকে দাবায়ে রাখতে পারবে না। দেশ বহুদূর এগিয়েছে। মানুষ এখন সুখে আছে।১১ মার্চ শনিবার রাতে পঞ্চগড় শের-ই বাংলা পার্কের মুক্তমঞ্চে কৃষকলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল গরিব মানুষের মুখে হাসি ফোটানো। আজ সাধারণ মানুষের মুখে আমরা হাসি দেখছি। কৃষকের আজ খাবারের অভাব নেই।তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখেছি, যে দেশ যত উন্নত সে দেশের রেল ততো উন্নত। বিএনপি সরকারের আমলে দেশটা খড়া করে ফেলছিল। তিন হাজার কিলোমিটার রেলপথ থেকে ৫০০ কিলোমিটার কমিয়ে এনেছিল।উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামানিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোওয়ার বকুল প্রমুখ।এ সময় পাঁচটি উপজেলার কৃষকলীগের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।