• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৫:০১:০৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৫:০১:০৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধু সেতুতে ১ দিনে টোল আদায় ৪ কোটি টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা পালন করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে করে সারা দেশের মতো বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও বেড়েই চলছে যানবাহনের সংখ্যা। ফলে এ সেতুতে বাড়ছে টোল আদায়ের পরিমাণও।১৩ জুন বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ১৪ জুন পর্যন্ত ৫৪ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে প্রায় ৪ কোটি টাকার টোল আদায় করেছে কর্তৃপক্ষ।শনিবার ১৫ জুন সকালের দিকে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।শুক্রবার রাত ১২টা পর্যন্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা।এছাড়া, সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ২০ হাজার ৬৮৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।যানজট নিরসনে মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান