একবার পালিয়ে গেলে জনগণ দ্বিতীয়বার তাকে গ্রহণ করে না
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: কোনো নেতা একবার পালিয়ে গেলে জনগণ দ্বিতীয়বার তাকে গ্রহণ করে না। তিনি বীরেরবেশে নয়, হিন্দু সেজে সনাতনী সেজে বাংলাদেশে আসার চেষ্টা করেছিলেন। আমরা উনাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন, আপনি একবার ফাঁসি দিয়েছেন মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীকে। আপনার ফাঁসি একশবার হবে এই বাংলার মাটিতে।৬ ডিসেম্বর শুক্রবার ফটিকছড়ি কলেজ মাঠে স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন এসব কথা বলেন।তিনি বলেন, বিএনপি আন্দোলন করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছে। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্র ক্ষমতায় জাতীয়তাবাদী দল আসবে ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প কোনো দল এ দেশে নাই। দীর্ঘ ১৭ বছর আন্দোলন করতে গিয়ে হয়তো অনেক ভুল ত্রুটি ইতিমধ্যে আমাদের নেতা কর্মীরা করেছে। এই ভুল ত্রুটি ক্ষমা করে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করবে।প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেন, ড. ইউনূসের নেতৃত্বে তারেক রহমানের ঘোষণা মতে জাতীয় ঐক্যের মাধ্যমে হাসিনাকে চিরতরে বাংলাদেশ থেকে তার দেশ হিন্দুস্তানে পার করে দিয়েছে।ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন ও মনচুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীন৷বক্তব্য রাখেন বিএনপি নেতা সোলাইমান মঞ্জু, আরশাদ হোসেন সেলিম, বদিউল আলম তালুকদার, মহিউদ্দীন আজম তালুকদার, ফরিদুল আলম বিএ, এসএম শফিউল আলম, মোহাম্মদ এমরান, রফিকুল আলম, নাজিম উদ্দীন, আবুল কালাম, তাহের সিদ্দিকী, জয়নাল আবেদীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।