• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ সকাল ১১:৪৫:৫৫ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

ফটিকছড়িতে ফসলি জমির মাটি কাটার অভিযোগ

আলমগীর নিশান, ফটিকছড়ি প্রতিনিধি: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির ফকিরাচান এলাকায় হালদা নদীর পাড় আর ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় একটি সিন্ডিকেট। ফলে বর্ষা মৌসুমে ওই এলাকায় প্রবল বন্যা কবলিত হয়ে স্থানীয়দের ঘরবাড়ি বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে।এ ব্যাপারে শামশুল আলম নামে এক কৃষক ঐ এলাকার প্রভাবশালী করিম বলিসহ ৪ জনের সিন্ডিকেটের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে জানা যায়, ফকিরাচাঁন এলাকার বিভিন্ন দাগের আন্দরে কৃষকের ৪৪ শতক জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করছে সিন্ডিকেটটি। ফলে কৃষি জমিতে থাকা সব ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে।  প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে।অভিযোগের বিষয়ে তদন্তকারী উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমাম উদ্দিন জানান, হালদা নদীর দুইপাড় থেকে নির্বিচারে কাটা হচ্ছে। দূর্গম এলাকা হওয়ায় মাটি পাচারকারীরা সেই সুযোগ নিয়ে, দিনে রাতে এসব মাটি পাচার করছে। রাবার ড্যামের নিচের অংশ হলেও এখানে তারা বালু উত্তোলন করে পাচারের জন্য আরেকটা বাঁধ দিয়েছে। তাদের আইনের আওতায় আনার জন্য প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।অভিযুক্তরা তাদের মৌরশী সম্পত্তি থেকে মাটি কাটছে জানালেও হালদার পাড় কাটার বিষয়টি অস্বীকার করেন। 



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV