• ঢাকা
  • |
  • সোমবার ২০শে কার্তিক ১৪৩১ রাত ১১:০৩:৪২ (04-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২০শে কার্তিক ১৪৩১ রাত ১১:০৩:৪২ (04-Nov-2024)
  • - ৩৩° সে:

রংপুরে অবৈধ যানবাহন বন্ধে বিআরটির মোবাইল কোর্ট

রংপুর ব্যুরো: সড়কে দুর্ঘটনা কমাতে এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধে রংপুর বিআরটি’র উদ্যোগে হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।২১ জুন শুক্রবার দিনব্যাপী রংপুরের তারাগঞ্জ হাই ওয়ে থানার সামনে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধ যানবাহন ও ফিটনেস বিহীন গাড়ি, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ দ্রুত গতির গাড়ি থামিয়ে জরিমানা করা হয়।  রংপুর বিভাগীয় মোটরযান পরিদর্শক মো: নুরুস সাফা সরকার জানান, সড়কে দুর্ঘটনা এড়াতে ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ এবং ফিটনেসবিহীন যানবাহন বন্ধে ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি রুখতে বিআরটিএ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে আজ শুক্রবার হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে সাথে নিয়ে রংপুর দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের তারাগঞ্জ হাইওয়ে থানার সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।তিনি আরও জানান, এসময় বিভিন্ন ধারায় ১১টি গাড়ি থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় ও কাগজপত্র না থাকায় অবৈধ যানবাহন আটক করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো:রুবেল রানা, বিআরটিএ’র এডি শফিকুল আলম সরকার, মোটরযান পরিদর্শক মাহবুবুর রহমান ও সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান