• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:২২:৫৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:২২:৫৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

৩০ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৪২:৪২

আশুলিয়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো, ফরিদপুর জেলা সদরের হাবিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ মোনা (৩০) ও একই থানার তালতলা এলাকার সালাম খন্দকারের ছেলে সজীব খন্দকার (৩৩)।

২৯ জানুয়ারি সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে চক্রটি সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্নভাবে বিক্রি করত। চক্রের প্রধান নাসির খাঁকে এর আগে গত ১৪ ডিসেম্বর মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। নাসির খাঁ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে জেলহাজতে পাঠালে গত ১৯ জানুয়ারি সে জামিনে মুক্তি পায়। জামিনে আসার সাত দিন পরেই জামগড়ার শিমুলতলা এলাকার একটি বিয়ে বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি করে নাসির খাঁ। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে ফরিদপুর জেলার বঙ্গেশরদী এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সজিবকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নুর মোহাম্মদের শ্বশুরবাড়ি থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করতে গেলে তার সাথে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা অমিতাভ চৌধুরী অমিত বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আসামির পরিচয় শনাক্ত করা হয়। পরবর্তীতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করা হয়। চক্রটির বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। চক্রটির প্রধান নাসির খাঁসহ অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ