• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৩:৩৮:২০ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৩:৩৮:২০ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে রাঙ্গুনিয়া সরকারি কলেজ সড়কের উন্নয়ন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দীর্ঘ ভোগান্তি শেষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরকারি কলেজ সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র বিশেষ উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) মাধ্যমে এ উন্নয়ন করা হচ্ছে।দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিলো। এতে রাঙ্গুনিয়া সরকারি কলেজ, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ও নুরুল উলুম কামিল মাদ্রাসার শত শত শিক্ষার্থী, মরিয়মনগর এবং পৌরসভার ইছামতী ও পূর্ব সৈয়দবাড়ি গ্রামের হাজার হাজার বাসিন্দারা চরম ভোগান্তি স্বীকার হয়েছিলেন। এছাড়া দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক ও কোদালা ইউনিয়নের বাসিন্দারাও নদী পেরিয়ে এই সড়ক ব্যবহার করতো। অবশেষে পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে এলজিইডির মাধ্যমে সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হচ্ছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীরা।রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম সূজা উদ্দিন জানান, সড়কটির বেহাল অবস্থায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ চরম ভোগান্তিতে ছিলো। যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতার মুখে পড়তে হতো। অবশেষে সড়কটির উন্নয়ন করায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।সড়কের উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান এফআর ট্রেডার্সের সহকারী মো. বেলাল হোসেন জানান, কাপ্তাই সড়ক থেকে রশিদিয়াপাড়া কর্ণফুলী নদী ঘাট পর্যন্ত ১৫০০ মিটার সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন করা হচ্ছে। ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, ইতোমধ্যেই সড়কের মেকাডম, গাইডওয়াল, চারটি কালভার্টসহ ৮০% কাজ শেষ হয়েছে। এবার অবশিষ্ট কার্পেটিং করে সড়কটি জনচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।