• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ০৯:৩৪:১০ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

পদ্মা সেতুতে রেলপথ নির্মাণ কাজ শেষ

নিজস্ব প্রতিবেদক: সড়ক পথের পর এবার সবশেষ স্লিপার বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ওপর দেশের প্রথম আধুনিক পাথর বিহীন রেলপথ নির্মাণ কাজ শেষ হয়েছে। ২৯ মার্চ বুধবার সন্ধ্যায় সর্বশেষ বাকি থাকা ৭ মিটার পথ ঢালাই দেওয়ার মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার এই রেলপথ এক সুতোয় যুক্ত করেছে পদ্মার দুই প্রান্ত মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে।ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করে আগামী ৪ এপ্রিল সেতুর ওপর পরীক্ষামূলক ট্রেন চালানোর পরিকল্পনা প্রকৌশলীদের। এতে সৃষ্টি হচ্ছে দেশের বৃহত্তর রেল যোগাযোগের নেটওয়ার্ক।মূল সেতুর ২৫ নাম্বার পিয়ারের ওপর থাকা ৫ নং মুভমেন্ট জয়েন্টের ওপর বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে সবশেষ স্লিপার বসানোর কার্যক্রম। এ স্লিপার ঢালাইয়ের মধ্য দিয়ে সড়ক পথের পর এবার সেতুতে নির্মিত রেলপথ প্রমত্তা পদ্মার বুকে দুটি প্রান্তকে যুক্ত করেছে এক সুতোতে। শতভাগ দৃশ্যমান হয়েছে মূল সেতুর সমপরিমাণ ৬.১৫ কিলোমিটার রেলপথ। যার ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ১২০ মাইল গতি বেগে ছুটবে দ্রæতগতির সব ট্রেন।

ASIAN TV