• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২১:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২১:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জাবির নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্তে ছাত্র ইউনিয়নের নিন্দা

২৩ নভেম্বর ২০২৩ সকাল ০৮:৪৫:৩৩

জাবির নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্তে ছাত্র ইউনিয়নের নিন্দা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ সেশনে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এমন সিদ্ধান্তে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশ।

২২ নভেম্বর বুধবার ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশের আহ্বায়ক আলিফ মাহমুদ ও যুগ্ম-আহ্বায়ক হাসিব জামান এক যৌথ বিবৃতিতে প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

গত জুন মাসে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মাস পর বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে খুবই ন্যাক্কারজনক এবং প্রশাসনের চূড়ান্ত অক্ষমতার বহিঃপ্রকাশ বলে দাবি করেন তারা। প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে যৌথ বিবৃতিতে আলিফ মাহমুদ ও হাসিব জামান বলেন, এই প্রশাসনের গণরুম বিলুপ্ত করার মতো রূপকথা আর কেউ বিশ্বাস করে না। নবীন শিক্ষার্থীদের নিয়েও নোংরা রাজনীতি করে এই প্রশাসন নির্লজ্জতা দেখিয়েছে। তারা ক্যাম্পাসে আসার আগেই একটি ব্যাচকে অর্ধেক বছর পিছিয়ে দিয়েছে। তাদের মুখেই যখন সেশন জট নিরসনের কথা উঠে, সিট সংকটের আলাপ উঠে, তখন তা কৌতুকাভিনয় ছাড়া কিছুই নয়। এই প্রশাসন তার মর্যাদার ধ্বংসাবশেষও রাখেনি।

বিবৃতিতে সংগঠনটি নেতৃবৃন্দ  আরও বলেন, যেমন খুশি তেমন চলো নীতিতে এই প্রশাসন যেভাবে চলছে, সেটা অচিরেই এই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সর্বনাশ ঘটাবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ