কুতুবদিয়ায় ৩টি লবণের ট্রলারডুবি
মিজানুর রহমান, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় ঝড়ের কবলে পড়ে তিনটি লবণের ট্রলার সাগরে ডুবে গেছে। এঘটনা ঘটেছে মহেশখালীর ধলঘাটা ও আনোয়ারার গয়রা এ দুটি পয়েন্টে ট্রলার তিনটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা মাঝিমাল্লাদের জীবিত উদ্ধার করা হয়েছে।ট্রলারগুলো হলো- উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ আমজাখালীর জাহাঙ্গীর আলম কোম্পানি, কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার আবু তৈয়ব কোম্পানি এবং মলমচরের জাফর আলম কোম্পানির।আবু তৈয়ব (কোম্পানির) ছোট ভাই সাংবাদিক আবু কাসেম বলেন, জাফর আলম ও জাহাঙ্গীর আলম কোম্পানির দুটি ট্রলার উদ্ধার হলেও আবু তৈয়ব কোম্পানির ট্রলারের কোনও খবর পাওয়া যায়নি। তবে সাগরে উদ্ধার কাজ চলছে। মাঝিমাল্লারা নিরাপদে রয়েছেন।এদিকে জাহাঙ্গীর আলমের ট্রলার শ্রমিক নুর আলম বলেন, মহেশখালী থেকে লবণ বোঝায় করে চট্টগ্রামে যাচ্ছিলাম। হঠাৎ সাগর উত্তাল হওয়ায় মুহূর্তেই ট্রলারটি উল্টে যায়।এ বিষয়ে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর মাতবর বলেন, জাহাঙ্গীর আলম, জাফর আলম ও আবু তৈয়বের লবণ বোঝায় করা তিনটি ট্রলার ডুবেছে। মাঝিমাল্লারা নিরাপদে রয়েছেন।