রেজিস্ট্রেশন নম্বর ভুল করার দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থী তনুর আত্মহত্যা
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে ফেলেছিলেন তনু চন্দ্র দাস (১৮)। সেই ক্ষোভ ও মানসিক চাপে পড়ে তিনি নিজ ঘরে কিটনাশক পান করে আত্মহত্যা করেছেন।২৮ জুলাই সোমবার রাতে তনু কিটনাশক পান করেন। স্বজনরা প্রথমে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তনু ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রানী দাসের একমাত্র কন্যা। তিনি তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বর ভুল করে ফেলায় তনু দুশ্চিন্তায় পড়ে যান। পরীক্ষা শেষে বাসায় ফিরে বিষয়টি মায়ের সঙ্গে শেয়ার করেন এবং নিজেকে দোষ দিতে থাকেন। একপর্যায়ে সবাইকে না জানিয়ে চুপিসারে ঘরে থাকা কিটনাশক পান করেন।ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জুনায়েদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তনুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কিটনাশকের বিষ্ক্রিয়াতেই মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।এই মর্মান্তিক ঘটনায় সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।