• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ০৯:৫০:৩৩ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ০৯:৫০:৩৩ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

বৃদ্ধ মাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। মোহনপুর উপজেলার রাইঘাটি ইউনিয়নের আমগাছি গ্রামে এ ঘটনা ঘটে।সরজমিনে গিয়ে জানা যায়, আমগাছি গ্রামের মৃত মানিক মিয়ার স্ত্রী বিধবা মাজেদা বেওয়ার(৭৫) একমাত্র ছেলে মো. আসাদুল ইসলাম গত ২৮ এপ্রিল তার মায়ের জমানো টাকা আত্মসাৎ করে। এ বিষয়ে মা মাজেদা বেওয়া খোঁজ নিতে চাইলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়।মাজেদা বেওয়া সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী মারা যাওয়ার পূর্বে কিছু জমি বন্ধক নেওয়া ছিল, আমার যাকাত ফিতরার টাকা ও লোকের বাড়িতে কাজ করে জমানো টাকা দিয়ে আরও কিছু জমি বন্ধক নেওয়া ছিল। সকল বন্দকনামার কাগজ জমা ছিল আমার একমাত্র ছেলে আসাদুলের কাছে। আসাদুল ও তার স্ত্রী মিলে আমার সকল অর্থ আত্মসাৎ করে নিজ নামে অন্যত্র জমি বন্ধক নিয়েছে এবং আমাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছে।’তিনি আরও বলেন, ‘মারপিটে খবর পেয়ে ছোট মেয়ে এসে আমাকে হাসপাতালে নিয়ে যায় এবং থানায় একটি অভিযোগ দায়ের করে। তারপর থেকে আমার থাকার ঘরে তালা মেরে দেয় ছেলে আসাদুল এবং স্থানীয়রা চেষ্টা করলেও আমাকে আর বাড়িতে উঠতে দেয়নি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আসাদুল দাম্ভিকতার সাথে বলেন, ‘হ্যাঁ, আমি মেরেছি, তাড়িয়েও দিয়েছি, যা হওয়ার হবে, আপনারা (সাংবাদিকরা) যা করার করেন গা।’এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘ঘটনাটি আমি জানি, তবে স্থানীয়ভাবে বসতে রাজি হয়নি আসাদুল। তবে সাংবাদিক আসার পরে তিনি এলাকায় বসতে রাজি হয়েছেন, চেয়ারম্যানের পরামর্শে সময় করে এর সঠিক ফায়সালা করা হবে।’এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি হয়েছে, স্থানীয়ভাবে মীমাংসার কথা রয়েছে, যদি সমাধান হয় ভালো, নয়তো তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান