আয়েশা হত্যাকাণ্ডের মামলায় দুই দিনের রিমান্ডে বাবা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাঞ্চল্যকর আয়েশা মনি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার তার বাবা বাবুল প্যাদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টার দিকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন হাসান এ আদেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আইনজীবী ও মামলার তদন্তকারী কর্মকর্তা।জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাবুল প্যাদাকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে বাবুল প্যাদাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ। এ সময় আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম (রুবেল হাওলাদার) বাবুল প্যাদাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে অবস্থান নিয়ে আইনজীবী মো. জসিম উদ্দিন জামিন নামঞ্জুরের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বাবুল প্যাদার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।এর আগে একই মামলার মূল আসামি নিহত আয়েশার চাচা রুবেল প্যাদা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। তার জবানবন্দিতে আয়েশার বাবা বাবুল প্যাদার নির্দেশে হত্যাটি করেছেন বলে দাবি করেন তিনি। এই জবানবন্দির ভিত্তিতেই সোমবার বিকেলে বাবুল প্যাদাকে খুনের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ বলেন, ‘গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় আমরা বাবুল প্যাদার পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলাম। শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।’উল্লেখ্য, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা মনি নিখোঁজের দুই দিন পর গত রোববার নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।