• ঢাকা
  • |
  • শনিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:০৮:৫৬ (22-Nov-2025)
  • - ৩৩° সে:

গলাচিপায় ৮’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ৮’শ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ২১ নভেম্বর শুক্রবার দুপুর ২টার দিকে খেয়াঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।আটক দুজন হলেন, নোয়াখালীর মাইজদি থানার পূর্ব মাইজচড়া এলাকার কামাল ব্যাপারির স্ত্রী মোসা. সালমা বেগম (৩৫) এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের দক্ষিণ রনগোপালদি গ্রামের মো. ফোরকান বয়াতির ছেলে মো. পলাশ বয়াতি (৩০)।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।