মণিরামপুরে অবৈধ অস্ত্র-বোমাসহ আটক ৪
যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বোমা বিস্ফোরকসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে জেলার মনিরামপুর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো, অভয়নগর থানার ডহর মহিষহাটি গ্রামের আখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস, মনিরামপুর থানার মহিষদিয়া গ্রামের প্রবীর মন্ডলের ছেলে প্রতাপ মন্ডল, একই গ্রামের সুনীল ধরের ছেলে প্রান্তধর ও নেহালপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে জাহিদ হাসান।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাতে জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরকদ্রব্য ও ১টি ওয়ান শুটারগানসহ তাদের আটক করা হয়।আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, বোমা বিস্ফোরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।আটক আসামি অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে।এ বিষয়ে ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনিরামপুর থানায় দুটো পৃথক মামলা দায়ের করা হয়েছে।