অভয়নগরে তেলবাহী ট্যাংকার ও পিকাপের সংঘর্ষে আহত ১
যশোর প্রতিনিধি: যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে আকিজ সিটির সামনে তেলবাহী ট্যাংকার ও পাট বোঝাই পিকাপের সংঘর্ষে একজন আহত হয়েছেন। এতে ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে তেল পড়ে ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকার।১৬ আগস্ট বুধবার বেলা ১১টায় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি আকিজ জুট মিলের সামনে পৌঁছালে একটি পাট বোঝাই পিকআপ পেছন থেকে আঘাত করে। এ সময় ট্যাংকারের পেছনের অংশ ফেটে যায়। এতে গাড়িতে থাকা তেল মহাসড়কে পড়ে যায়। এসময় পিকআপ চালক মারাত্মকভাবে আহত হন।পরে স্থানীয়রা উদ্ধার করে পিকআপ চালক আব্দুলাহকে(২৪) অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । আহত আব্দুল্লাহ মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মুন্তাজ এর ছেলে।দুর্ঘটনার বিষয়ে ট্যাংকার চালক মোজাম (৬০) বলেন, ‘আমি খুলনা ডিপো থেকে ৯ হাজার লিটার তেল নিয়ে বারখাদা ত্রিমোহনি কুষ্টিয়ার মেসার্স আনোয়ারা ফিলিং স্টেশনে যাওয়ার পথে নওয়াপাড়া আকিজ সিটির সামনে এলে আকিজ জুট মিলের পাট বোঝায় পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় আমার ট্যাংকের পেছনের অংশ ফেটে সব তেল পড়ে যায়। আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।নওয়াপাড়া হাইওয়ে থানার এস আই শাহ আলম ঘটনার সত্যতা শিকার করে বলেন, বুধবার সকাল ১১টার কিছু পরে তেলের ট্যাংকারকে একটি পিকআপ পেছন থেকে আঘাত করলে ট্রাকে থাকা তেল সড়কে পড়ে যায়।