• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৫০:২০ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৫০:২০ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

‘ওয়েডিং ফেস্ট ২০২৪’ শুরু ১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটির যাত্রা শুরু হয় স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী, আমি নারী এই আদর্শে সফল উদ্যোক্তা গড়ার প্রতিশ্রুতি নিয়ে। এই সংগঠনের মূল লক্ষ্য হলো বিভিন্ন অঙ্গনের নারী উদ্যোক্তাদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরি করা।এই লক্ষ্যেই বিডব্লিউএফডিএস’র একটি ভিন্নমাত্রায় নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘দ্য শো স্টোপার’। এই যাত্রায় সংযোজিত হচ্ছে ব্যতিক্রমধর্মী একটি ইভেন্ট ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’।এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমা বলেন, ফ্যাশন জগতে দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি এবার নারীদেরকে আপন মহিমায় এগিয়ে যেতে চাই৷ নারীরা আজকাল প্রতিটি সেক্টরে অগ্রণী ভূমিকা রাখছে। তাই নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। নারী অগ্রযাত্রার পথ আরও সুগম করে গড়ে তুলতে চাই।ব্যতিক্রমধর্মী এই আয়োজন ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’ শুরু হতে যাচ্ছে আগামী ১ নভেম্বর শুক্রবার। ২ দিন ব্যাপী এই আয়োজন চলবে ২ নভেম্বর শনিবার পর্যন্ত। রাজধানীর আলোকি কনভেনশন হলে এই ফেস্টের আয়োজন করা হবে।