• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৪২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৪২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রশংসায় ভাসছেন আশুলিয়ার এসিল্যান্ড আশরাফুর রহমান

৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১২:৪৮

প্রশংসায় ভাসছেন আশুলিয়ার এসিল্যান্ড আশরাফুর রহমান

স্টাফ রিপোর্টার, সাভার: সাভারে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য প্রতিরোধের পাশাপাশি গ্রাহক সেবার মান নিশ্চিত করেছেন আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান।

৭ ফেব্রুয়ারি বুধবার সকালে আশুলিয়ার পলাশবাড়ির শাদমান টাওয়ারের দ্বিতীয় তলায় সহকারী কমিশনার (ভূমি) রাজস্ব সার্কেল অফিসে সরজমিনে গিয়ে দেখা যায়, ভূমি সেবা প্রদানের পাশাপাশি বিচক্ষণতার সাথে পরিচালনা করে চলেছেন ম্যাজিস্ট্রেরিয়াল কার্যক্রম।

দায়িত্ব গ্রহণের মাত্র ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করেছেন ২০২১ সালের আবেদিত সকল মিসকেস মামলা। চালু করেছেন মাত্র ১৫ দিনের মধ্যে নামজারি, আবেদন নিষ্পত্তি ও জমাভাগ প্রদান প্রক্রিয়া।

এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবমুক্ত করেছেন সরকারি খাল, নদী, খাস জমি ও ১০ একর অর্পিত সম্পত্তি। পাশাপাশি সিল গালা করেছেন বেশ কয়েকটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। উচ্ছেদ করেছেন বেশ কিছু অবৈধ স্থাপনা। সেই সাথে করেছেন বাজার নিয়ন্ত্রণ। শুধু তাই নয়, বিচক্ষণতার সাথে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণের পাশাপাশি দায়িত্ব পালন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও।

এ ব্যাপারে ভূমি সেবা গ্রহীতা ফরিদা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই স্যার খুব ভালো। কারণ আমি আমার জমির নামজারি জন্য আবেদন করেছিলাম এবং নামজারি পেয়েছি। এতে কোনো দালাল ধরতে হয় নাই। বাড়তি টাকাও লাগে নাই।  ১৫ দিনেই আমার কাজটা হয়ে গেছে।

ফরিদা বেগম ছাড়াও অসংখ্য সেবা গ্রহীতা এই কর্মকর্তার কার্যকলাপে খুশি বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আবার অনেকেই তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

এ বিষয়ে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান বলেন, জনগণের সেবা দেওয়াটাই আমাদের কাজ। আমি সর্বদাই চেষ্টা করি সর্বোচ্চ সেবা প্রদানের। অনেক দূর-দূরান্ত থেকে অনেক মানুষ কষ্ট করে আমার অফিসে আসে। সুতরাং তাদের কাজে যাতে কোনো প্রকার হয়রানি না হয় সে দিক টা খেয়াল রেখে দ্রুত সময়ের মধ্যে তার কাজ সম্পন্ন করাই আমার লক্ষ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩