• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৯:০১ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৯:০১ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

সাবেক সংসদ সদস্য মানিক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।৮ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে তাকে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।রাতে সুনামগঞ্জের পুলিশ সুপার  আ. ফ. ম. আনোয়ার হোসেন খান (পিপিএম)) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে সুনামগঞ্জে নিয়ে এসে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পুলিশের একটি দল রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।  সদ্য সাবেক এমপি মানিক সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সদর থানায় দায়ের একটি মামলার পলাতক আসামি। অপরদিকে র‍‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, মানিককে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে হস্তান্তর করা হবে।পুলিশ হেডকোয়াটার্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সুনামগঞ্জে গেল চার আগস্টে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় গত চার সেপ্টেম্বর দায়ের করা মামলার আসামী হিসেবে মুহিবুর রহমান মানিককে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে র‍্যাবের একটি দল গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে গেছে। গত চার আগস্টে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার নামোল্লেখ করা ৯৯ জন আসামির মধ্যে মানিক ছিলেন ৩ নম্বর আসামী। এই মামলার অজ্ঞাত আসামী আরও ২০০ জন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান