• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ বিকাল ০৫:৩৪:৫৫ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ বিকাল ০৫:৩৪:৫৫ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

বানিয়াচংয়ে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৪

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে মো. মিরজাহান (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও ৪ যাত্রী।৩ জুলাই বুধবার দুপুর দেড়টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের সুনারু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরজাহান বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের আব্দুল বারী মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে বানিয়াচং আসার পথে বানিয়াচং-হবিগঞ্জ রোডের সুনারু নামক স্থানে বেপরোয়া গতির একটি ট্রাক পিছন দিক থেকে ইজিবাইকটিতে ধাক্কা দিয়ে পাশের ডোবায় ফেলে দেয়। এ সময় আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। ইজিবাইক চালক মিরজাহান ঘটনাস্থলেই মারা যান।বানিয়াচং থানার অফিসার ইনর্চাজ মো. দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান