• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:২১:৩৭ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:২১:৩৭ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

বৈধ কাগজপত্র না থাকায় গাইবান্ধায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: বৈধ কাগজপত্র না থাকায় গাইবান্ধায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।২৯ জুলাই মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহম্মেদের নেতৃত্বে জেলা শহরে অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।সিলগালা ডায়াগনস্টিক সেন্টারগুলো হচ্ছে শহরের হাসপাতাল রোডের নিউ সেন্টাল ডায়াগনস্টিক সেন্টার, কাচারী বাজারের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, কলেজ রোডের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সদরের তুলশীঘাট বাজারের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার।জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহম্মেদ জানান, অনুমোদন না নিয়ে দীর্ঘদিন থেকে এসব ডায়াগনস্টিক পরিচালিত হয়ে আসছিল। বৈধ কাগজপত্র না থাকায় ও তাদের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ পরীক্ষার কীট ও সরঞ্জামাদি পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারগুলো সিলগালা করে দেয়া হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান