ফরিদপুর
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩২ রাত ০৩:২৯:৩২ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

ভাঙ্গা থানায় হামলার ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর নামে মামলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলা আন্দোলনে ভাঙ্গা থানায় হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামী করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে।১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ভাঙ্গা থানায় মামলাটি করেন এসআই আজাদুজ্জামান। এ মামলায় ২৯ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও বেশকিছু ব্যক্তিকে আসামী করা হয়। ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম।ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী— এই দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এ নিয়ে দুটি ইউনিয়নের বাসিন্দাসহ ভাঙ্গাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা বেশ কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে প্রজ্ঞাপনটি বাতিলের দাবি জানান।তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার বিক্ষুব্ধ জনতা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায়। এসময় তারা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে ঢুকে ভাঙচুর করে এবং আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতের তারা ভাঙ্গা থানায় হামলা চালায়। এসময় তারা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।পরে বিক্ষুব্ধরা ভাঙ্গা হাইওয়ে থানায় গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এসময় তারা থানায় থাকা ৮টি মোটরসাইকেল, একটি জলকামান, একটি রেকার, একটি অ্যাম্বুলেন্স, পুলিশের জিপসহ আরও ৭টি গাড়ি ভাঙচুর করে। ভাঙ্গা হাইওয়ে থানা এবং উপজেলা পরিষদ ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান