ফরিদপুর-৪ আসনে কোটিপতি প্রার্থী মিজানুর রহমান মোল্যা
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে কোটিপতির তালিকায় রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। পেশায় ব্যবসায়ী এই প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হলেও আপিলে ফিরে পেয়েছেন।হলফনামার তথ্যানুযায়ী তাঁর বার্ষিক আয় ১৭ লাখ ১৩ হাজার ১২৭ টাকা। এ ছাড়া তাঁর অস্থাবর সম্পদ রয়েছে ২ কোটি ৪২ লাখ ৯৫ হাজার ৫২৭ টাকা। তাঁর নগদ টাকা রয়েছে ৮২ লাখ ৫৩ হাজার ২৭ টাকা, ব্যবসায়ী পরিসম্পদ ৮০ লাখ ৪২ হাজার ৫০০ টাকা ও অন্যান্য ৮০ লাখ টাকার সম্পদ।অপরদিকে বিএনপির মো. শহিদুল ইসলাম বাবুলের বার্ষিক আয় ১৮ লাখ ২৮ হাজার ৭৯৪ টাকা। জামায়াতের মো. সরোয়ার হোসাইনের বার্ষিক আয় ৪ লাখ ৮২ হাজার ৪২২ টাকা। ইসলামী আন্দোলনের মো. ইসহাকের অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৫৬ লাখ ৮৫ হাজার ১৩৯ টাকা এবং স্থাবর সম্পদ হিসেবে ২২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। জাতীয় পার্টির রায়হান জামিলের ১৫ লাখ ৩০ হাজার টাকার সম্পদ রয়েছে। এছাড়াও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আতাউর রহমানের অস্থাবর সম্পদ হিসেবে শুধু সাড়ে ৬ লাখ টাকা নগদ এবং স্থাবর সম্পদ হিসেবে পৈতৃক সূত্রে ৬ একর কৃষিজমি রয়েছে।