ফরিদপুরে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ৪
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের “লকডাউন” কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, ইন্ধন ও থানা ভাঙচুরের অভিযোগে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকিরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।১৫ নভেম্বর শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন-কৃষ্ণপুর ইউনিয়নের মৃত হালিম ফকিরের ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকির (৫২), নয়াকান্দি গ্রামের শেখ কাশেমের ছেলে শেখ সজীব (২৪), একই গ্রামের শেখ আহম্মেদের ছেলে শেখ পলাশ (৪৭) এবং ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের মৃত করিম বেপারীর ছেলে সোহরাব বেপারী (৫৫)।পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ওই “লকডাউন” কর্মসূচিতে তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। মহাসড়ক অবরোধে অংশগ্রহণ ও বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্নভাবে ভূমিকা রাখেন তারা। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর-৪ আসন থেকে দুই ইউনিয়ন (হামেরদী ও আলগী) কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় অবরোধের সময় ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ ভাঙচুরের সাথেও তার জড়িত ছিলেন।সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ ও ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছি। শনিবার দুপুরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।