• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ০১:১৪:২৭ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২২ জানুয়ারি রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার চরযশোহরদী ইউনিয়নের ধরমদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও শ্যালক ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম। তিনি বলেন, ভাঙ্গা থেকে গোপালগঞ্জের দিকে মোটরসাইকেলে করে ৩ আরোহী যাচ্ছিলেন। গোপালগঞ্জ থেকে ভাঙার দিকে স্টার লাইন পরিবহনের একটি বাস আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাকেলের ৩ আরোহী নিহত হন।ওসি তৈমুর আলম বলেন, পরে বিক্ষুব্ধ জনতা স্টার লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ভাঙ্গা থেকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়। হাইওয়ে পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। 



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV