ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন (২৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।২৪ নভেম্বর সোমবার রাত ২টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। এতে আরও তিন যুবক আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে চুরি করতে এসেছে এমন সন্দেহে পাঁচজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এর মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি চারজনকে গণপিটুনি দেন স্থানীয়রা।এতে গুরুতর আহত হন শাহিন সিকদার নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহিন শিকদার উপজেলার রামনগর ইউনিয়নের গজগা গ্রামের মোস্তফা শিকদারের ছেলে।অন্যদিকে বাকি তিনজনকে আহত অবস্থায় নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পারভেজ মাতুব্বর, সুমন শেখ ও এনামুল। তাদেরকে পুলিশ পাহারায় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, ‘চোর সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে একজন মারা গেছেন। তবে এখনো কোনো মামলা হয়নি। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’