সদরপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি রিভলভার, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।৬ জানুয়ারি মঙ্গলবার রাত ৯টার দিকে সদরপুরের পুরাতন সাব-রেজিস্টার অফিস চত্বরে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনার সময় অফিস চত্বরের ভেতরে থাকা একটি পরিত্যক্ত টয়লেট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।অভিযানকালে পরিত্যক্ত টয়লেটের ভেতরে একটি কালো ব্যাগের মধ্যে বোমা গুলো পাওয়া যায়। পাশেই আরেকটি ব্যাগ থেকে রিভলভার, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমাগুলো পরীক্ষা করে সেগুলো তাজা বলে নিশ্চিত করে এবং বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন শাহ বলেন, ‘উদ্ধার অস্ত্র ও বোমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।’