• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ দুপুর ১২:৩৫:০০ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ দুপুর ১২:৩৫:০০ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত ফরিদপুরের ইমা আক্তারের

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে ফরিদপুরের ইমা আক্তারের (২১)। তার পড়াশোনা ও ভর্তির টাকা জোগাড় করতে দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার।জানা গেছে, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের মুদি দোকানদার শেখ বিল্লাল হোসেনের মেয়ে ইমা। ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। পরে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।ইমা আক্তারের পিতা বিল্লাল হোসেন বলেন, আমার কোনো জায়গা জমি নাই। শ্বশুর বাড়িতে একটি টিনের ঘর তুলে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। মেয়েকে ঠিকমতো লেখাপড়ার খরচ দিতে পারিনি। অনেক কষ্ট করে মেয়ে লেখাপড়া করেছে। আগামী ফেব্রুয়ারি মাসের ২ তারিখের দিকে ভর্তি হতে হবে, বই-খাতা কিনতে হবে। মেয়েকে কীভাবে ভর্তি করাবো, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি। এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করছি, যেন আমার মেয়ে ভালোভাবে লেখাপড়া করতে পারে।ইমা আক্তার বলেন, জীবনে অনেক কষ্ট করেছি। মেডিকেলে চান্স পেয়ে অনেক খুশি এবং আনন্দে দীর্ঘক্ষণ কান্নাও করেছি। তবে মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় ভুগছি এখন। বই-খাতা ও ভর্তি সব মিলিয়ে অনেক টাকার দরকার। আমার বাবার পক্ষে এত টাকা-পয়সা দেয়া সম্ভব হবে না।ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি, পৌর এলাকায় হতদরিদ্র পরিবারের এক কন্যা ইমা আক্তার মেডিকেলে চান্স পেয়েছে। তার ভর্তিসহ যেকোনো বিষয়ে আমার কোন সহযোগিতার প্রয়োজন হলে আমি আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করবো।