লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুন্তি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।২৯ এপ্রিল মঙ্গলবার ভোরে পাশ্ববর্তী মাছের ঘেড়ে তাদের মরদেহ পাওয়া যায়।নিহতরা হলেন- লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ীর মো. রুবেলের ছেলে জিহাদ (৭) ও একই গ্রামের হাজী বাড়ীর মো. আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (৯)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল থেকে তারা দু’জন নিখোঁজ। পরিবার ও আশপাশের লোকজন মিলে সারারাত ধরে অনেক খোঁজ করেও তাদের সন্ধান পায়নি। মঙ্গলবার ভোরে পাশ্ববর্তী মাছের ঘেড়ে তার মৃত দেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা বলেন, মঙ্গলবার ভোরে খবর পেয়ে আমরা গুন্তি গ্রামের মাছের ঘেড়ে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় এনেছি। দুই পরিবারের পক্ষ থেকে দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।