• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:১৮:০৫ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:১৮:০৫ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

আইআইইউএম’র প্রাক্তন বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালেশিয়া (আইআইইউএম)-এর বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।৩০ আগস্ট শুক্রবার কুমিল্লা জেলার লাকসামের সাতবাড়িয়া এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। আইআইইউএম’র কয়েকজন সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে ফান্ড কালেকশন করে এই উদ্যোগ গ্রহণ করা হয়।জ্ঞান ও পুণ্যের বাগান খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের বহু সাবেক বাংলাদেশি শিক্ষার্থী ছড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তাদের সহযোগিতায় বিভিন্ন সময়ে এই কমিউনিটি বিভিন্ন প্রোগাম ও সেবামূলক কাজ করে থাকেন।ত্রাণ বিতরণ কার্যক্রমটি ভার্চুয়ালভাবে তার নিজ এলাকার ভলেন্টিয়ারদের দ্বারা পরিচালিত করেন আইআইইউএম’র সাবেক শিক্ষার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আবু সুফিয়ান। তিনি বলেন, যারা ফান্ড দিয়ে এবং ফান্ড রেইজ করতে সহযোগিতা করেছেন, এই কৃতিত্ব তাদেরকে সবার।তিনি আরও বলেন, মালেশিয়া থেকে পিএইচডি গবেষক মোহাম্মদ ঈসা রুহুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. রাজ তুহিন, অ্যাডভোকেট আবদুল কাদের, অ্যাডভোকেট ওয়ারেসুল আলমসহ সবাই তাকে এই মহৎ কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আইআইইউএম কমিউনিটির বাহিরেও যারা ফান্ডে সহায়তা করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, বিভিন্ন ধরনের শুকনো খাবার চাল, ডাল, তৈল, লবণ, পেঁয়াজ, রসুন, আলু, ওরস্যালাইন এবং নগদ অর্থ। প্রায় ১০০টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী (ত্রাণ সাহায্য) বিতরণ করা হয়।মালেশিয়া থেকে পিএইচডি গবেষক মোহাম্মদ ইসা রুহুল্লাহ জানান, তাদের ফান্ড কালেকশন চলমান আছে। বন্যা পরবর্তী যারা বেশি ক্ষতিগ্রস্ত, তাদের পাশে থাকবে তাদের এই কমিউনিটি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজে আইআইইউএম কমিউনিটি পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেজন্য আইআইইউএম’র বর্তমান এবং সাবেক সকল শিক্ষার্থীদের এগিয়ে আসার পাশাপাশি সর্ব সাধারণ সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান ব্যক্ত করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান