• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা চৈত্র ১৪৩১ দুপুর ০১:০৭:২৯ (18-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা চৈত্র ১৪৩১ দুপুর ০১:০৭:২৯ (18-Mar-2025)
  • - ৩৩° সে:

রৌমারীতে ট্রাক চালককে ৬ মাসের জেল

রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে সাইদুর রহমান (৩৫) নামের এক ট্রাক চালককে ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।৪ জানুয়ারি শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওনির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বন্দবেড় মদাব্যাপারীর ঘাটের মৃত্যু আজিজুল হকের ছেলে সাইদুর রহমান বিভিন্ন কৌশলে ফসলি জমিতে থেকে মাটিকেটে ট্রাক দিয়ে বহন করছিলেন। উপজেলায় প্রায় দুই শতাধিক অবৈধ ট্রাক প্রশাসনের নাকের ডগায় ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় দাপিয়ে চলছে। এতে অতিষ্ট হয়ে পড়ছে এলাকাবসি।এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার (ভার.) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও ঘটনাস্থলে যান। পরে মাটি ভর্তি ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাকের মাধ্যমে বহন করার সময়ে সাইদুরকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের জেল দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মাটি ভর্তি ট্রাকটি থানায় জব্দ রাখা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান