এনআরবি ব্যাংকের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজারর প্রতিনিধি: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় বন্যায় আক্রান্ত দূর্গত ২ হাজার পরিবারের মাঝে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে বিভিন্নস্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।২৯ আগস্ট বৃহস্পতিকার দিনব্যাপী রাজনগর সদর ইউনিয়ন, কামারচাক ইউনিয়ন, টেংরা ইউনিয়ন পরিষদ, মনসুর নগর ইউনিয়ন, মাতারকাপন, মৌলভীবাজার সদর এসব এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ব্রাঞ্চ সিলেট প্রধান শাখার প্রশান্ত কুমার সিনহা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ব্রাঞ্চ পিযুষ কুমার সরকার, ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ব্রাঞ্চ মৌলভীবাজার শাখার মোহাম্মদ সাজ্জাদুর রহমান (পিন্টু), ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, শাখা প্রধান, স্টেশন রোড, গোলাম মুজতবা খান (লুসেন্ট) প্রমুখ।