লাখাইয়ে বন্ধুর বিয়েতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা থেকে হবিগঞ্জের লাখাইয়ে বন্ধুর বিয়েতে এসে পানিতে ডুবে উসমান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত উসমান মিয়ার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকায়। তিনি ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে।হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল আহাদ জানান, লাখাই সদর ইউনিয়নের মহরমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে সুর আলমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন উসমান। ২৮ জুন শুক্রবার বেলা ১১টার দিকে মহরমপুর গ্রামের নিকটবর্তী চিকনপুর নামক ব্রিজের নিকট নদীতে ১০-১১ জন লোক গোসল করতে নামেন। এক পর্যায়ে পানির স্রোতে উসমান মিয়া পানিতে তলিয়ে যান।এ সময় তার সঙ্গীরা পানিতে উঠে আসেন। বেলা ১২টার দিকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা উসমানকে মৃত অবস্থায় উদ্ধার করেন।লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পাঠিয়েছি।