রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি: কাপ্তাই ৫৬ বেঙ্গল সেনা জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং গাইন্ধ্যা ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমাকে উদ্ধার করেছে সেনাবাহিনী।১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে বাংগালহালিয়া থেকে কাপ্তাই সেনা জোনের সদস্যরা তাকে উদ্ধার করেন।এর আগে ২৫ আগস্ট রাজস্থলী উপজেলার ৩নং বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা (৫০) নিখোঁজ হন।চেয়ারম্যানের পারিবারিক সূত্র জানায়, আদোমং চেয়ারম্যান ঘটনার দিন সকালে নিজবাড়ি থেকে বাংগালহালিয়া ইউপি সদস্যদের সম্মানী উত্তোলনের জন্য রাজস্থলী উপজেলা সদরে সোনালী ব্যাংকে যান। সেখান থেকে বাংগালহালিয়া ফিরে আসার সময় সন্ত্রাসীদের হাতে অপহরণ হন চেয়ারম্যান।সন্ধ্যায় বাড়িতে না ফেরায় এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় চেয়ারম্যান নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে ওই দিন রাতে বাংগালহালিয়া আর্মি ক্যাম্পে অবগত করা হয়। পরের দিন নিখোঁজের ব্যাপারে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।একপর্যায়ে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে খবর পাওয়া যায় যে, অপহরণকারীদের একটি দল গাইন্ধ্যা ইউনিয়নের একটি পথ দিয়ে যাবে। এই প্রেক্ষিতে, কাপ্তাই সেনাজোনের একটি দল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান নেয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসী দলটি অপহৃত আদো মং চেয়ারম্যানকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে সেনা সদস্যরা আদোমং চেয়ারম্যানকে উদ্ধার করেন।রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, অপহৃত চেয়ারম্যানকে রাজস্থলী সাব জোনের সেনা সদস্যরা উদ্ধার করেছেন বলে আমি শুনেছি। তবে কে বা কারা অপহরণ করেছিল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।