• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:৫১:২৫ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

দুই সংসদ প্রার্থীর ওপর গুলিবর্ষণ, রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি।একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৩ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন রাঙামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে গিয়ে শেষ হয়।সমাবেশে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামে দুইজন সংসদ সদস্য প্রার্থীর ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।”তিনি ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”তিনি আরও বলেন, “বাংলাদেশের মানচিত্র ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।”তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, “সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে অটল থেকে তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে।”তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাম্প্রতিক সময়ে সশস্ত্র হামলার সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।”আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি।