লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বাইসাইকেল চালক মাসুম আল হাছান (১৫) নামে এক কিশোর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।নিহত মাসুম লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকার আব্দুল হান্নান এর ছেলে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর আনমানিক সন্ধ্যা ৫টায় এঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বাইসাইকেলটি রাস্তার পাশ দিয়ে চালিয়ে যাচ্ছিলো। ট্রাকটি তাকে অতিক্রম করে প্রায় চলে যাচ্ছিলো, এমতাবস্থায় মাসুম ডানে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়।মাসুমের বাবা এবং চাচা আবুল হাশেম জানায়, আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতাল আসলে দেখি তৎক্ষনাৎ আমাদের ছেলের মৃত্যু হয়েছে। তারা জানায় এবিষয়ে তারা লংগদু থানায় অভিযোগ দায়ের করবেন।লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিধান জানায়, ভিকটিমকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। তৎক্ষনাৎ পরীক্ষা নীরিক্ষা করে শরীরে বিভিন্ন জায়গায় বড় ধরনের জখম ও ডান পাশের চোয়াল ভেঙ্গে গেছে দেখা যায়।লংগদু থানা পুলিশ সুত্রে জানায়, বাইসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনী পক্রিয়া চালু রেখেছেন। ময়না তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।