• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:৫৪:৫৫ (03-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:৫৪:৫৫ (03-Oct-2023)
  • - ৩৩° সে:
icon

দুমকীতে ডিবি পরিচয় দেয়া ৪ ডাকাত গ্রেফতার

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে ডিবি পুলিশ পরিচয় দেয়া ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ১ অক্টোবর রোববার রাত ১১টা ৪৫ মিনিটে লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে ৪ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।আটক ডাকাতরা হলেন, দশমিনা উপজেলার রামবল্লভ গ্রামের মৃত. আবুল হাসেম মৃধার পুত্র খলিলুর রহমান(৪৫), পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকার সোহরাব হাওলাদারের পুত্র রিপন হাওলাদার (৩৩), মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের আউয়াল বিশ্বাসের পুত্র রুবেল বিশ্বাস (৩০) এবং পটুয়াখালী সদর উপজেলার  ঠ্যাংগাইল জৈনকাঠি গ্রামের মৃত. শাহাবুদ্দিন সিকদারের পুত্র কাওছার সিকদার।পুলিশ জানায়, দুমকী পুলিশের একটি নিয়মিত টহল দল পটুয়াখালীর পায়রা সেতু এলাকায় চেকপোস্টে একটি সাদা রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেয়। এসময় ঐ মাইক্রোবাসের আরোহীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। টহল পুলিশের সন্দেহ হলে তারা আরোহীদের নামতে বলে। তল্লাশীর একপর্যায়ে একটি ব্যাগে বিপুল পরিমান টাকা দেখতে পায় পুলিশের টহল দলটি। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পিছু নিয়ে ৪ জনকে গ্রেফতার করে, পালিয়ে যায় ২ জন। এ ঘটনায় আহত হন পুলিশ কনেস্টবল মো. আলমগীর।ঢাকাতদের কাছ থেকে ৪ লাখ ৬১ হাজার টাকা, ২ টি ডিবি পুলিশের পোষাক, একটি ওয়াকিটকি এবং ডাকাতদের বহণকারী মাইক্রোবাসটি জব্দ করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছেন, বাউফলের দায়িত্বপ্রাপ্ত সার্কেল এসপি মো. সাহেদ আহেম্মেদ চৌধুরী।দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলার আসামি । তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV