কুষ্টিয়ায় যৌথ অভিযানে ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকার অবৈধ কারেন্ট ও চায়না জালসহ জাল তৈরির যন্ত্রপাতি জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২ জুলাই বুধবার গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভেড়ামারা উপজেলার রাইটা ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। অভিযানে অংশ নেয় কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরাও।অভিযানে আটক করা হয় ৪ জনকে, যাদের প্রত্যেককে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ১৫ হাজার কেজি অবৈধ কারেন্ট ও চায়না জাল, জাল তৈরির ২টি মেশিন ও ২টি ব্যাটারি জব্দ করা হয়।এসব মালামালের বাজারমূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা। অভিযান শেষে জব্দকৃত সকল অবৈধ জাল ও যন্ত্রপাতি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা প্রশাসন ও বিজিবি জানায়, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।