• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৩২:৩৮ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৩২:৩৮ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

বাজেট নারী উদ্যোক্তাদের জন্য পুরোপুরি অংশগ্রহণমূলক হয়নি: নাসরিন আওয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক: উইমেন এন্টারপ্রেইনার এসোসিয়েশন অব বাংলাদেশ'র (ওয়েব) সভাপতি নাসরিন আওয়াল মিন্টু ঘোষিত বাজেটের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানে পরিবর্তনের পর দেশের নতুন বাস্তবতায় নারীবান্ধব ও ক্ষুদ্র উদ্যোক্তাবান্ধব বাজেট প্রণয়ন এখন সময়ের দাবি। বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় নারী উদ্যোক্তাদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা যুক্ত করতে পারলে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক বাজেট হতো।তিনি আরও বলেন, বাজেটের কিছু অংশে নারী উদ্যোক্তাদের কথা চিন্তা করা হয়েছে, তবু এটি এখনো পুরোপুরি অংশগ্রহণমূলক নয়। এসএমই খাতের উন্নয়নে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ এ বাজেটে পরিলক্ষিত হয়নি। বাজেটে অনলাইন কেনাকাটায় ভ্যাট বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে বাধা সৃষ্টি করবে।নাসরিন আওয়াল মিন্টু বলেন, ২০২৫-২৬ বাজেটে কিছু ইতিবাচক দিক রয়েছে যেমন, এসএমই খাতে কিছু করছাড় এবং প্রশিক্ষণভিত্তিক উদ্যোগ।তিনি বলেন, বাজেটে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষ্যে তহবিল বরাদ্দের প্রস্তাব করা হলেও নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি, বাজার সম্প্রসারণ এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার দিকটিতে আরও জোর দেওয়া প্রয়োজন ছিল।দেশের অর্থনৈতিক সংকটের এই সময়ে উদ্যোক্তা খাতকে চাঙা রাখতে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দক্ষতা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের টিকে থাকা এবং ব্যবসার সম্প্রসারণ করে এগিয়ে যাওয়ার পথ সুগম করতে কার্যকর নীতিমালা ও বাস্তব সহায়তা অব্যাহত রাখতে হবে।