আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ‘দৈনিক আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় এবং দৈনিক আমার দেশ পাঠক মেলার আয়োজনে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।‘দৈনিক আমার দেশ’ বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহীর সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব এর সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ রাজু।মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্বৈরাচারের দোসর মোস্তফা কামাল আবারও স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করতে চায়। সত্য প্রকাশে হুমকি দিতেই ও দুর্নীতির তথ্য প্রকাশ করায় ওই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাই দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ মানববন্ধন থেকে মামলাবাজ মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেফতার দাবি জানানো হয়।