• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:১৫:১৫ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:১৫:১৫ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের গ্রেফতার ও বিচারের দাবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৩০ জুলাই বুধবার দুপুরে সাধুরপাড়া সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহ-সভাপতি রাশেদুজ্জামান সোনা, সাংগঠনিক সম্পাদক শাহীন খান, সাংবাদিক নাদিমের কন্যা রাব্বিলাতুল জান্নাত।মানববন্ধনে বিএনপি, যুবদলসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিল।এসময় বক্তারা আওয়ামী লীগ নেতা ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা একই সাথে চেয়ারম্যান বাবুকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান