শীতার্তদের মাঝে ডেবনেয়ার গ্রুপের ১০ হাজার কম্বল বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি: ডেবনেয়ার গ্রুপের উদ্যোগে ১০ হাজার দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মানিগঞ্জের হরিরামপুরের ধুলশরুরা ইউনিয়নের আবিধারা এলাকায় ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খানের বাসা থেকে এসব কম্বল বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, ডেবনেয়ার গ্রুপের কো অর্ডিনেটর ও সিএসআর প্রধান মো. সাহেদ খান, স্থানীয় প্রতিনিধি মো. আকিব খান, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।কম্বল বিতরণকালে মুহাম্মদ আইয়ুব খান বলেন, ডেবনেয়ার গ্রুপ সবসময়ই দেশের দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই শীতে অসহায়দের সাহায্য করতে পেরে আমাদের প্রতিষ্ঠান গর্বিত। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি দায়িত্ব পালন করা আমাদের প্রথম কর্তব্য।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শীতার্তরা উল্লাসিত ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই শীতে আমাদের জন্য কম্বল পাওয়া অনেক বড় সাহায্য। ডেবনেয়ার গ্রুপের এই উদ্যোগ আমাদের অনেক সহায়তা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।