মিয়ানমার সীমান্তে বিপুল পরিমাণ আইস জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মির্জা জোড়া সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ৫ কেজি ২০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ১ টি নৌকাও জব্দ করা হয়। তবে অন্ধকার থাকায় পাচারকারীরা নৌকা থেকে নাফ নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যম পাঠানো ১ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ১৭ সেপ্টেম্বর রোববার রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মির্জা জোড়া নামক এলাকায় মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হচ্ছিলো। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপির ২ টি চোরাচালান প্রতিরোধ টহলদল কয়েকভাগে বিভক্ত হয়ে কেওড়া বাগানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে রাতে ২ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকায় সীমান্তের শূন্য রেখা অতিক্রম করতে দেখলে সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে মির্জা জোড়া নামক স্থানের নৌকাটিকে চ্যালেঞ্জ করে টহল দল। এ সময় নৌকার আরোহীরা অন্ধকারের সুযোগে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারে পালিয়ে যায়।পরবর্তীতে টহলদল নৌকাটি তল্লাশী করে পাটাতনের নীচ থেকে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা একটি পুটলিতে ৫ কেজি ২০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) জব্দ করে এবং অবৈধ মাদকদব্য বহনের দায়ে নৌকাটি আটক করে।তিনি আরও জানান, চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।