• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ০৯:১৬:০২ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার

নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।২৮ মার্চ  মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে  সেন্টমার্টিন উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার হতে একটি কাঠের বোট বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। পরে বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়া হয়। এসময় বোটের মাঝি কোস্ট গার্ডের উপস্থিতি লক্ষ্য করলে বোটটি না থামিয়ে দ্রুত মায়ানমার সীমানার দিকে পালাতে থাকে।তিনি আরও জানান, কোস্ট গার্ড বোটটিকে ধাওয়া করলে  একপর্যায়ে বোটটি আলামত ধ্বংসের লক্ষ্যে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ওই ১০ টি বস্তা পানি থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি করে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।লেফটেনেন্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV