• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:১৫:১৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:১৫:১৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জাদুকাটা নদীতে অবৈধভাবে খনিজ বালু উত্তোলনকালে দুটি ড্রেজার জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সীমান্ত নদী জাদুকাটায় রাতের আঁধারে খনিজ বালু উক্তোলনকালে পরিবেশধ্বংসী দুই ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।৭ এপ্রিল সোমবার দিবাগত রাত আড়াইটায় সুনামগঞ্জের তাহিরপুরের সোহালা গ্রামসংলগ্ন জাদুকাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম।এসময় তিনি কাঠের তৈরি দেশীয় ট্রলারে যুক্ত করা ১০ লাখ টাকা মূল্যের দুটি ড্রেজার জব্দ করেন। পরে জনসম্মুখে ওই দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযোগ রয়েছে, সাবেক এক চেয়ারম্যান তার লোকজন দিয়ে গোপনে ড্রেজার প্রতি চাঁদা নিয়ে প্রায় রাতেই থানার ওসি দেলোয়ার হোসেন, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আবুল কালাম চৌধুরীকে ম্যানেজ করে জাদুকাটা নদীর পশ্চিম-পূর্ব পাড়ের সোহালা, কুনাট ছড়া, পাঠানপাড়া, ঘাগড়া, গড়কাটি, মোদেরগাঁও, বিন্নাকুলি, রাজারগাঁও, সত্রিশ, মিয়ারচর গ্রামের সামনে থেকে শতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে খনিজ বালু ও পাথর উত্তোলন করে।আজ ৮ এপ্রিল মঙ্গলবার তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম চৌধুরীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাদুকাটা নদীতে ড্রেজার চালানোর বিষয়ে আমি কিছুই জানি না, ওসি স্যার সবই জানেন।  

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান