• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে পৌষ ১৪৩২ বিকাল ০৫:৪৭:৪৬ (08-Jan-2026)
  • - ৩৩° সে:

বগুড়ার দুই আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল, কিছু বৈধ ও কিছু স্থগিত

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার দুটি সংসদীয় আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা এবং কিছু মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।২ জানুয়ারি শুক্রবার বিকেলে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এসব সিদ্ধান্ত দেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান।বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে একই আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।অন্যদিকে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তথ্যগত ত্রুটির কারণে আরও দুই প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে বিএনপির দুই প্রার্থীসহ মোট চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।জেলা নির্বাচন কার্যালয় জানায়, যাচাই-বাছাই প্রক্রিয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান