• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:৪৫:৪৭ (21-Dec-2025)
  • - ৩৩° সে:

ফতুল্লায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়গঞ্জের ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন ফতুল্লা থানার পাগলা কালামপুরের ধনঞ্জয় দাসের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা শিবু দাস (৫০) ও একই থানার মাসদাইর এলাকার মৃত আব্দুল মতিনের পুত্র আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. তরিকুল ইসলাম (৪৭)।১৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে।থানার ওসি আব্দুল মান্নান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানের অংশ হিসেবেই আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানে হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান