ফতুল্লায় পুকুরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ (ফতুল্লা) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৭ জানুয়ারি বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।পুলিশ জানায়, মরদেহটি উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।