• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩২ সকাল ০৬:০৪:০২ (10-Jan-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে সামর্থ্যহীনদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন নারায়ণগঞ্জ এসপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মধ্যরাতে নারায়ণগঞ্জে অসহায় শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে প্রায় ২০০ পিস কম্বল বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।৮ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে সদর মডেল থানার ২নং রেলগেইট এলাকায় দরিদ্র, অসহায় ও বয়স্ক লোকের মাঝে কম্বল ওই বিতরণ করা হয়।এ সময় পুলিশ সুপার নিজে শীতার্ত তো মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন।  কম্বল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান