চালককে পিটিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লায় অটোরিকশা ছিনতাই করতে চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ১৬ নভেম্বর রোববার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কদমতলী থানা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চালক ইউসুফকে(২৮) আহত অবস্থায় ফতুল্লা রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য ইউসুফকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যেহেতু ঘটনাস্থল কদমতলী থানা এলাকায়, সেখানকার পুলিশ বিষয়টি তদন্ত করছে।নিহতের মা আলো বেগম জানান, শনিবার রাত তিনটার দিকে ইউসুফ অটোরিকশা নিয়ে বের হয়। ভোরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।নিহতের স্বজনরা জানান, ইউসুফের এক বছরের একটি সন্তান রয়েছে। স্ত্রী সোনিয়া বেগম। গ্রামের বাড়ি বরিশালের কলাপাড়া থানার দানখালি গ্রামে।