দিনাজপুরে মাত্র ১০ হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাত্র ১০ হাজার টাকার জন্য এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বন্ধুর হাতেই প্রাণ গেল আরেক বন্ধুর। হত্যার কথা স্বীকার করেছে ঘনিষ্ঠ বন্ধু মনোজিৎ রায় (২৫) ওরফে মম। নিহতের নাম সাধন চন্দ্র রায় (২৫)।২৮ জুন শনিবার দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সুপার জানান, নিহত সাধক চন্দ্র রায় ও অভিযুক্ত মনোজিৎ রায় ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। গত ৩ মে মনোজিৎ সাধনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেয়। কথা ছিল একমাস পর ৩ জুন অতিরিক্তি ১ হাজার টাকাসহ ৪ হাজার টাকা পরিশোধ করবে। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত দেয়নি মনোজিৎ। পরে বিষয়টি সাধনের পরিবারের মাঝে জানাজানি হয়।এর পরে সাধনের মা ছেলের টাকা ধার নেয়ার বিষয়টি মনোজিতের মাকে জানায়। এতে মনোজিৎ রায়কে তার মা বকাঝকা করেন। এ নিয়ে মনোজিৎ রায় ক্ষিপ্ত হয়ে গত সোমবার (২৩ জুন) রাতে সাধনকে ডেকে চেয়ারম্যানের বাড়ির পাশে পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনোজিৎ পাশে পড়ে থাকা বাশেঁর লাঠি দিয়ে সাধনের মাথায় আঘাত করে।এতে ঘটনাস্থলেই সাধন মারা যায়। অবস্থা বেগতিক দেখে ঘটনা চাপা দেয়ার জন্য সাধনের মরদেহ ও তার মোটরসাইকেলটি পুকুরে ফেলে দেয় মনোজিত। এই ঘটনা পুলিশের কাছে স্বীকার করে সে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই হতবাক যে, অর্থের লোভে একজন ঘনিষ্ঠ বন্ধু এমন জঘন্য কাজ করতে পারে।পুলিশ সুপার মারুফাত হোসাইন আরও জানান, মাত্র ১০ হাজার টাকার জন্য এমন নির্মম হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।