• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৩:৪৭ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৩:৪৭ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

কাজিপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক কবির

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে কাজিপুর মডেল প্রেসক্লাব নামে একটি পেশাদার সাংবাদিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।১৮ জুলাই বৃহস্পতিবার সংগঠনটি তাদের নিজস্ব প্যাডে ৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করে।ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক কালবেলার কাজিপুর উপজেলা প্রতিনিধি মিজান রহমানকে সভাপতি ও জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার কাজিপুর উপজেলা প্রতিনিধি কবির মাহমুদকে সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির কাজিপুর উপজেলা প্রতিনিধি রাব্বি হাসান হৃদয়কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে এ কমিটি প্রকাশ করা হয়।এর আগে সদস্যদের সাথে আলোচনা ও মৌখিক ভোট ও রেজুলেশনের  মাধ্যমে এই কমিটি চূড়ান্ত করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি মুকুল হোসেন (সহ-সভাপতি), নন্দিত টিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম (প্রচার ও প্রকাশনা সম্পাদক), জাগরণী টিভির বিপ্লব হাসান (অর্থ সম্পাদক), সন্ধ্যাবাণীর উপজেলা প্রতিনিধি রুবেল রানা (দপ্তর সম্পাদক), অনলাইন নিউজ পোর্টাল যমুনা এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক রবিউল হাসান (কার্যকরী সদস্য)।নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক কবির মাহমুদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি আমরা লেখনির মাধ্যমে মানবিক ও জনকল্যাণমুখী কাজেও অগ্রণী ভূমিকা পালন করতে পারবো বলে মনে করি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান