• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:২৪:২৭ (07-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:২৪:২৭ (07-Dec-2024)
  • - ৩৩° সে:

সিরাজদিখানে ভাবির সাথে দেবরের পরকীয়া: ছোট ভাইয়ের চাপাতির কোপে বড় ভাই খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ভাবির সাথে দেবরের পরকীয়ার জেরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বড় ভাইকে চাপাটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। পরকীয়া প্রেমে অন্ধ হয়ে ভাবির জন্য নিজের বড় ভাই হাসান মিয়াকে হত্যা করল ছোট ভাই হারুন মিয়া (৩৬)।এ ঘটনায় দেবর ও ভাবিকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে।পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর যাবৎ কুয়েতে থাকেন। এই সুযোগ ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) সাথে পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে। ভাবির সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন। পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়িতে আজ শুক্রবার একটি সালিশ বসার কথাও ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো চাপিতে দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই ঘাতককে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতককে আটক করা হয়েছে। ভাবির সাথে দেবরের প্রেম ঘটিত বিষয়ে কথা শুনতেছি। আরো তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান