হরিনাকুন্ডুতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (১৪) নামের মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।২৭ জুলাই শনিবার সকালে ওই উপজেলার শিতলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিয়াম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পারখিদ্দা গ্রামের শামীম হোসেনের ছেলে। সিয়াম হরিনাকুন্ডু উপজেলার মিতলী গ্রামের রোকেয়া বেগম হাফিজিয়া মাদ্রাসায় লেখা পড়া করতো।স্থানীয়রা জানায়, ২৬ জুলাই শুক্রবার দুপুর ১২টার দিকে তার বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে বেলা ৩টার সময় তাকে ক্লাসে না পেয়ে মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা মিলে ওই পুকুরে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করার পর তাকে পাওয়া যায়নি।শনিবার সকালে ওই পুকুরে সিয়ামের মরদেহ পানির উপর ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।