• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:০৫:৪৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:০৫:৪৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

লঞ্চের ছাদে টিকটক করতে গিয়ে নদীতে পড়ে শিক্ষার্থী নিখোঁজ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে লঞ্চের উপর টিকটক করতে গিয়ে নদীতে পরে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট এলাকায় নদীতে পরে আপন (১৬) নামের ঐ শিক্ষার্থী নিখোঁজ হন।২৪ জুন শনিবার বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ঘাটের ফুটানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আপন পৌর শহরের  চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে।  সে জামালপুর জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র।স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে চিকাজানী এলাকার আলিফ, আপন ও শুভ্র একসাথে বাহাদুরাবাদ ঘাট দেখতে যায়। এসময় ঘাটে নোঙ্গর করা একটি যাত্রবাহী লঞ্চে উঠে তারা টিকটক করে। এক পর্যায়ে অসাবধানতায় পা পিছলে নদীতে পড়ে যায় আপন। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও না পেয়ে ফায়াস সার্ভিসে খবর দেয়া হয়। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আপনকে উদ্ধারে অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত  তাকে খুঁজে পাওয়া যায়নি।কথা হয় নিখোঁজ আপনের বাবা মহিউদ্দিন হিরুর সাথে। তিনি জানান, আপন জামালপুর জেলা স্কুলের এসএসসি পরিক্ষার্থী ছিলো। ঈদ উপলক্ষে বাড়িতে এসে ২ বন্ধুর সাথে বাহাদুরাবাদ ঘাট দেখতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান