• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ০৯:৩৬:৫৯ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

নারায়ণগঞ্জে মিথিলা গ্রুপের কারখানা পরিদর্শনে ৮ দেশের রাষ্ট্রদূত

হাবিবুর রহমান :নারায়ণগঞ্জের আড়াইহাজারে লিড প্লাটিনাম সার্টিফাইড প্রতিষ্ঠান মিথিলা গ্রুপের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন আট দেশের রাষ্ট্রদূতসহ ১৮ দেশের প্রতিনিধি। শনিবার (২৮ জানুয়ারি) উপজেলার দুপ্তারা ইউনিয়নের খাঁনপাড়া এলাকায় প্রতিষ্ঠিত মিথিলা টেক্সাইল, ডাইং, খান ফুডসহ মিথিলা গ্রুপের সব কারখানা পরিদর্শন করেন তারা।এসময় জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি, সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারিসহ যুক্তরাস্ট্র, ব্রুনাই, অস্টেলিয়া, সুজারল্যান্ড, নেদারল্যান্ডসহ ১৮ দেশের প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ সভাপতি ফারুত হাসান, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, কায়েস খান ও অভিনেতা জাহিদ হাসান উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত ওভেন ডাইং কারখানা মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করে সত্যিই অবাক হয়েছি। মিথিলা গ্রুপ সব আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও ব্যবহারের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব, জলবায়ু রক্ষা ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।



দর্শনীয় স্থান

  • Test place

মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV