আড়াইহাজারে কেমিক্যাল ফ্যাক্টরির মালিককে জরিমানা, কারখানা বন্ধ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ দূষণের অভিযোগে টাইলসের কেমিক্যাল ফ্যাক্টরির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।২৮ নভেম্বর মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের বড় মনোহরদী গ্রামে উকিল মিয়া ও মোক্তার হোসেনের যৌথ মালিকানাধীন টাইলসের কেমিক্যাল ফাক্টরিতে এই অভিযান চালানো হয়।সহকারী কমিশনার ভূমি শামসুজ্জাহান কনক জানান, দীর্ঘ দিন ধরে বড় মনোহরদী গ্রামে অবস্থিত উকিল মিয়া ও মোক্তারের ফ্যাক্টরিতে টাইলসের কেমিক্যাল তৈরি করে বাজারজাত করে আসছিল। যার কারণে আশে-পাশের ফসলি জমি ও পরিবেশে নষ্ট হচ্ছিল। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।ফসলি জমি নষ্ট হওয়ায় এলাকার বহু কৃষক দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল বলে জানান তিনি।এ সময় পরিবেশ অধিদফতরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোবারক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।