জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
নিজস্ব প্রতিবেদক : বিশেষ বিবেচনায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ১৮ মার্চ শনিবার বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইন ও মারামারির মামলায় তিনি এ জামিন জামিন দিয়েছেন আদালত।জানা গেছে, মাহি অন্তঃসত্ত্বা। এ বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছেন।বিষয়টি নিশ্চিত করে মাহিয়া মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদত জানান, মাহিকে বিকেল ৫টায় জামিন দেন আদালত।শনিবার দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পরই তাকে গ্রেফতার করা হয়।শুক্রবার মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।