• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১১:৫১:৫৯ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১১:৫১:৫৯ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

হাসপাতালে শয্যা সংকট, মেঝেতেও হচ্ছে না রোগীদের ঠাঁই

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ফলে মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের।হাতপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে প্রতিদিন ৮০ থেকে ৯০ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে ডাক্তার আর নার্সদের খেতে হচ্ছে হিমশিম। এমন হওয়ার কারণ কী জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে ডাক্তারদের ব্যবহার, পর্যাপ্ত ঔষধ সরবরাহ, আর সেবার মান ভালো হওয়ায় পার্শ্ববর্তী সরাইল, লাখাই, মাধবপুর, অষ্টগ্রাম থেকেও চিকিৎসা নেয়ার জন্য রোগীরা আসেন। ফলে রোগীদের শয্যা সংকট হচ্ছে।এদিকে, হাসপাতালের শয্যা সংকট দূর করতে সংসদ সদস্য আলহাজ সৈয়দ একে একরামুজ্জামজনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।আবাসিক মেডিকেল অফিসার (আর,এম,ও) ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের আউটডোরে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ রোগী দেখতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান