• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১০:২৯:৩২ (02-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১০:২৯:৩২ (02-Oct-2023)
  • - ৩৩° সে:

নলডাঙ্গার হালতি বিলে নৌকা ভ্রমণে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে ভ্রমণে এসে নৌকা ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হালতি বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে এ নৌকা ডুবির ঘটনায় দুই ভাই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ভাইকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহত দুই শিশুর নাম আব্দুর রহমান (৬) ও সাদমান আব্দুল্লাহ (৮)। তারা আপন দুই ভাই, জেলার লালপুর এলাকার আরিফ ইসলামের ছেলে।নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার নাটোরের লালপুর উপজেলার আরিফ ইসলামের বৃদ্ধ মা, স্ত্রী ও তার দুই ছেলে আব্দুর রহমান ও সাদমান আব্দুল্লাহকে নিয়ে নলডাঙ্গার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন।বিকালে তারা আত্মীয় পরিবার মিলে হালতি বিলের মেহের আলীর নৌকা ভাড়া নিয়ে ১৭ জন যাত্রী ভ্রমণে বের হন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হালতি বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় ভ্রমণে থাকা ১৭ জনের মধ্যে ১৫ জন যাত্রী উপরে উঠে আসতে পারলেও আব্দুর রহমান ও সাদমান আব্দুল্লাহ নিখোঁজ হয় ।নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মেহেরুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নলডাঙ্গার এক আত্মীয় বাড়িতে লালপুর উপজেলার আরবার গ্রামের আরিফ নামের এক ব্যক্তির পরিবার বেড়াতে এসে নৌকাডুবির শিকার হন। এ সময় তাদের দুই ছেলে পানিতে ডুবে মারা যায়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV