• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ০৭:৫৮:৩৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ০৭:৫৮:৩৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

তিনশ’ বন্যার্ত মানুষকে স্বাস্থ্যসেবা দিলো বাংলাদেশ পল্লী ফোরাম

সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার্ত মানুষদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।৬ জুলাই শনিবার সকাল ১০টা উপজেলা পরিষদ মিলনায়তনে জনকল্যাণমুখী সামাজিক সংগঠন বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন।এসময় প্রায় ৩ শতাধিক মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ সময় বিনামূল্যে জরুরী ওষুধও প্রদান করা হয়।বাংলাদেশ পল্লী ফোরামের ভাইস চেয়ারম্যান আহসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, এমপি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, কবি ও উপাধ্যক্ষ পিয়ার মাহমুদ, বিশ্বনাথ পৌর আল ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার প্রমুখ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান