• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:১১:৩৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:১১:৩৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

প্রেমের টানে কোরিয়ান যুবক সাভারে

২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০০:০০

প্রেমের টানে কোরিয়ান যুবক সাভারে

সাভার (ঢাকা) প্রতিনিধি: ফেসবুকে প্রথম পরিচয়। মন দেয়া নেয়ার এক পর্যায়ে গভীর প্রেম। পরিশেষে ভিনদেশের যুবকের সাথে বিয়ে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের যুবক জে. মিঙ্গির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় গভীর প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণী সুরাইয়ার প্রেমের টানেই বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ান এই যুবক। এই মাসের শুরুর দিকে বিয়ের পর তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনায় বিষয়টি জনসম্মুখে আসে।

২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সাভারের একটি কমিউনিটি সেন্টারে এই প্রেমিক যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। যুগলের জন্য জানান শুভকামনা তারা। এ সময় সুমাইয়ার স্বজনরা উপস্থিত ছিলেন।  

ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দে আত্মহারা বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। বাংলাদেশি মেয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ। হাজার মাইল দূরুত্বের ভালবাসার আন্তরিকতার এই বন্ধন সংসার জীবন ভালোবাসায় ভরপুর হোক এমনটাই প্রত্যাশা সাভারবাসীর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোলায় ৫ দফা দাবিতে মানববন্ধন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৫:৪২