• ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:৫৮:০৪ (25-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:৫৮:০৪ (25-Sep-2023)
  • - ৩৩° সে:

বিশ্ব নদী দিবসে ফরিদপুরের কুমার নদের দখল ও দূষণ রোধে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি: ‘নদী বাচাঁও,দেশ বাচাও’ এই শ্লোগানে ফরিদপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে কুমার নদের দখল ও দূষণ রোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর রোববার সকাল ৯টায় ফরিদপুর শহরের আলীপুর ব্রিজ সংলগ্ন কুমার নদীর তীরে বির্সজন ঘাটে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মানবন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক আলেয়া বেগম, কোষাদক্ষ এবিএম নজরুল ইসলাম সাহিন, নির্বাহী সদস্য নারগীস আক্তার, অহেদুইজ্জামান, মো. বাতেন, আরিফ ইসলাম, মোনয়ারা বেগম, ইব্রাহিম শেখ, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।এসময় বক্তারা বলেন, কুমার নদ ফরিদপুরের প্রাণ। এই কুমার নদের অবৈধ দখল ও দূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে ফরিদপুর জেলা প্রশাসক এই নদী রক্ষায় উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় ফরিদপুরবাসী। প্রশাসনের সকল উদ্যোগের সাথে পরিবেশ উন্নয়ন ফোরাম পাশে থাকবে। আমরা এই মানববন্ধন থেকে প্রশাসনের নিকট জোড় দাবি জানাচ্ছি, আপনারা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করুন। নদীকে তার স্বাভাবিক গতি ফিরিয়ে দিন।এছাড়া কুমার নদের উৎসমূখে দুটি স্লুইসগেট খুলে দেয়ার দাবি জানান তারা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV