• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:১৮ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:১৮ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

ধ্বংসযজ্ঞ রুখতে মাঠে না থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: কোঠা বিরোধী আন্দোলনের নামে দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালানো জামায়াত-বিএনপিকে রুখতে মাঠে না থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে উসকানি দাতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ফরিদপুর আওয়ামী লীগের তৃণমূলের নেতারা।২৭ জুলাই শনিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথসভায় এ দাবি জানান বক্তারা। শহরের শেখ রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে "শোকাবহ আগস্ট মাসব্যাপী কর্মসূচি নির্ধারণ" উপলক্ষ্যে সভার আয়োজন করা হয়।ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ সভাপতি মো. সাইফুজ্জামান চৌধুরি জুয়েল, যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।  বক্তারা জানান, আওয়ামী লীগের দুর্দিনের সময় যে নেতারা মাঠে ছিল না তাদের দলে প্রয়োজন নেই। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব নেতাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।নেতাদের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক। অবিলম্বে এসব নেতাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় অনুষ্ঠান থেকে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান