মুকসুদপুরে বঙ্গবন্ধু স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারির কুমার নদীতে অনুষ্ঠিত হয়েছে বাটিকামারি বঙ্গবন্ধু স্মৃতি নৌকা বাইচ। ২৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় লক্ষাধিক উচ্ছ্বাসিত নৌকা বাইচ প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় নৌকা বাইচটি।এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম-আহ্বায়ক কানতারা কে খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান (কুটি), বাটিকামারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-মনজুর মোরশেদ ও সাধারণ সম্পাদক আরজু ভূঁইয়া।অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন মুকসুদপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট শাহ নাজিম উদ্দিন ও বাটিকামারী ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন মাতুব্বর।বাটিকামারী এলাকাবাসীর আয়োজনে নৌকা বাইচের প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে আসা অপরূপ সৌন্দর্য নৌকা।প্রধান অতিথি নৌকা বাইচে প্রথম স্থান অধিকারকারীকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ উপহার দেন। পাশাপাশি নৌকা বাইচের আয়োজনের জন্য বাটিকামারী ইউনিয়ন পরিষদের সকলকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে আগত সকলের প্রতি অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করেন।