• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০২:১৫:০০ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০২:১৫:০০ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনের সরঞ্জামাদি পৌঁছে দেয়া হচ্ছে। জেলার ৯টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এসব মালামাল স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসাররা এসব মালামাল বুঝে নেন।৬ জানুয়ারি শনিবার বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। তবে, ব্যালট পেপার ভোটের দিন ভোর ৪টায় ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেবেন।জানা গেছে, হবিগঞ্জ জেলায় ৪টি আসন। এখানে মোট ৯টি উপজেলা ও ৬টি পৌরসভা রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৬৬০ জন। পুরুষ ৮ লাখ ৫৯ হাজার ৬০৯ জন। মহিলা ৮ লাখ ৪২ হাজার ৩৮ জন। হিজরা ১৩ জন।মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৩৫টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ৬১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তদারকি টিম মোট ৮টি, ৯টি স্পেশাল স্ট্রাইটিং ফোর্স, পুলিশ সদস্য রয়েছে ১ হাজার ৮৭৫ জন। আনসার রয়েছে ৯টি টিম। র‌্যাবের ৮টি টহল টিম মাঠে কাজ করছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৯ জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৯ জন রয়েছেন। বিজিবি আছে ১৭ প্লাটুন। তদন্ত কমিটি আছে ৪টি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান